মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটপাড়া উপজেলা জুড়ে ক্যাপ্টেন মোহাম্মদ এহসানুল হক (বিএ ১১৩৭৯) এর নেতৃত্বে আটপাড়া উপজেলা জুড়ে প্রতিদিন নিয়মিত টহল, বাজার নিয়ন্ত্রণ, রাত্রিকালিন চেক পোস্ট, অটো রিকশা নিয়ন্ত্রণ, মাদকের বিরুদ্ধে সচেতনতা, ভোটারদের মনে সাহস যোগানো, সুষ্ঠুভাবে ভোট প্রদান, শাম্তি শৃঙ্খলা রক্ষে গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্বপূর্ণ এলাকায় সকল ভোট কেন্দ্রে নিয়মিত টহল পরিচালনা করতে সেনাবাহিনীর গাড়িবহরসহ টহল কার্যক্রম ও অন্যান্য নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। সংশ্লিষ্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচনকে কেন্দ্র করে আটপাড়া ডিগ্রী কলেজে ইতোমধ্যে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও উপজেলার অভয়পাশা, তেলিগাতী, নাজিরগঞ্জ বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন সেনাসদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় মাঠে রয়েছে পৃথক পৃথক চৌকস আভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া জানানো ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করবে। আইনশৃঙ্ঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আটপাড়া সেনা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
