নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপ’র সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং নেত্রকোনা জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি মনোয়ারা বেগমের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
মনোয়ারা বেগম তিনি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে চিঠির প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। মনোয়ারা বেগমের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে যে মনোয়ারা বেগম এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এ চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রেরণ করা হয়েছে।
