নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনি প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরসভার চকলেঙ্গুরা, সাধুপাড়া ও কাচারী মোড়সহ বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ভোটারদের দ্বারে দ্বারে যান বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
উঠান বৈঠকে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা করেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এলাকাকে কলঙ্কমুক্ত করা।
তিনি বলেন, ”মাদকই হচ্ছে সব অপরাধের মূল। এর কারণেই কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। অপরাধী যে দলেরই হোক বা যত শক্তিশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এলাকার উন্নয়নে সরকারি বরাদ্দ নয়ছয় হওয়া নিয়ে সাধারণ ভোটারের এক প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত সপাটে উত্তর দেন। তিনি বলেন, “আমার পেট এবং পকেট দুটোই ভরা, এলাকার বরাদ্দের টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজে যেমন এক টাকাও স্পর্শ করবো না, তেমনি কোনো নেতা বা কর্মীকেও বরাদ্দের টাকা আত্মসাৎ করতে দেব না।”
নারীদের জীবনমান উন্নয়নে বিএনপি’র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে নারীদের নামে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এলাকাভিত্তিক কুটির শিল্প ও বিভিন্ন কর্মসংস্থান তৈরির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে।
এ উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোটাররা তাদের দৈনন্দিন নানা সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে সরাসরি তুলে ধরেন।
