নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের থাউশালাপাড়া এলাকার আদিবাসী পল্লীতে আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়। এসময় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে স্থানীয় আদিবাসী নেতারা তাদের সংহতি প্রকাশ করেন।
বৈঠকে বক্তব্য রাখেন- ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান বিশাখা রাংসা, সাধারণ সম্পাদক নীরেশ রুরাম, সদস্য সেবিনা মারাক ও তালিম মারাক এবং মৃণাল কান্তি বানাই, অর্জুন রাংসাসহ আরও অনেকে।
বৈঠকে বক্তারা বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতির স্বার্থে তারা বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করতে চান। তারা উল্লেখ করেন, এমপি নির্বাচিত না হয়েও তিনি বিগত দিনে সাধারণ মানুষের জন্য যে অতুলনীয় কাজ করেছেন, তা এ অঞ্চলের মানুষের কাছে তাকে ‘গর্ব ও অনুপ্রেরণার’ মূর্ত প্রতীক করে তুলেছে।
বৈঠকে উপস্থিত এক আদিবাসী অভিভাবক আবেগঘন কণ্ঠে বলেন, “বিগত ২০ বছরেও আমাদের কথা এভাবে কেউ শুনতে আসেনি। ব্যারিস্টার কায়সার কামাল প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের সুখ-দুঃখের খোঁজ নিয়েছেন। তরুণদের শক্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় আমরা এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবো।”
এ উঠান বৈঠকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষগণ উপস্থিত ছিলেন এবং এলাকার উন্নয়নে যোগ্য প্রতিনিধি নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
