লোকমান আহমদ
সিলেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ আকাশপথে সিলেট সফরে আসছেন। আগামীকাল সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সমাবেশে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। বিষয়টি মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ দৈনিক একাত্তরের কথাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা থেকে আকাশপথে বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছবেন তিনি।
বৃহস্পতিবার সিলেট নগরীতে আয়োজিত জনসভায় যোগ দেবেন। জানা যায়- ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন সিলেট সফরে। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে দুই প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করতেন।
তার অবর্তমানে ছেলে তারেক রহমানও একইভাবে শুরু করবেন প্রচারণা। স্বাভাবিক কারণেই দলের চেয়ারম্যানের সফর নিয়ে সিলেটে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তার সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। পুরো সপ্তাহজুড়ে সিলেটের সড়কে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদলসহ দলের অঙ্গসংগঠন তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল বের করে। নগরীর আম্বরখানা, চৌহাট্ট, জিন্দাবাজার, রিকাবীবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন সাটিয়ে নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন।
দলের চেয়ারম্যানের সিলেট সফর কর্মসূচি সফল করতে দলের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে তারেক রহমানের সমাবেশে লোক সমাগমসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপি সূত্র জানায়, তারেক রহমান ২০০৫ সালে সর্বশেষ সিলেট সফর করেন। সে সময় তিনি সিলেট স্টেডিয়ামে একটি কর্মী সমাবেশে যোগ দেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান।
৯ জানুয়ারি তারেক রহমান দলের চেয়ারম্যান নিযুক্ত হন।’ দলের নেতারা জানিয়েছেন, এই প্রথম নির্বাচনী প্রচারণা জনসভা এবং পথসভার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ দেবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ (২১ জানুয়ারি) সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামীকাল (২২ জানুয়ারি) থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।