এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিতাই ইউপির ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও পানিয়ালপুকুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে লাল মিয়া (৪৫)।
অপহরণ মামলায় নিতাই কুড়ানীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম মিয়া (৩৭), মাদক সেবনকারী উত্তর দুরাকুটি মাষ্টার পাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২), আবুজার রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও রফিকুল ইসলামের ছেলে মাহাবুব ইসলাম (২৭)। পুলিশ জানায়, যুবলীগ নেতা লাল মিয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শনিবার বিকালে শ্মশান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে অপহরণ মামলার পলাতক আসামী সেলিম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী এলাকা থেকে ও মাদক সেবনের সময় ৬ পিস ট্যাপেন্টাডলসহ মাদক সেবনকারী ওই ৩ জনকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আজ রোববার (১৮ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানান, গত শনিবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী মামলায়, একজন অপহরণ মামলার আসামী, অপর ৩ জন মাদক মামলার আসামী। তাদেরকে আজ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
