এ,এম স্বপন জাহান,(মধ্যনগর):
সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যনগর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নুরুল হক নামে মামলার এজাহারভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী নুরুল হক বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি গ্রামের রহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, এতে কয়েকজন ব্যক্তি আহত হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে থানায় মামলা দায়ের করা হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন (পিপিএম)জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে।
বুধবার যথাযথ পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
