নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি গ্রামের মো. নিজাম মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫৫) শুক্রবার ৯ জানুয়ারি সকাল আনুমানিক সকাল ১১ টার পর বাড়ির পশ্চিম পাশের শ্যাওড়া গাছের ডালের সাথে পাটের রশি দিয়ে ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরদিন শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের করেছে। এ ঘটনায় নাগরপুর থানায় ০১/২৬ নং ক্রমিকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়, এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হোসেন ও থানা পুলিশের সাথে কথা বলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, নাগরপুর উপজেলার কাঠুরি গ্রামে ৫৫ বছরের মহিলার ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরধাল প্রতিবেদন প্রস্তুত করে অপমৃত্যুর মামলা দায়ের পূর্বক ময়নাতদন্তের জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি ও অধিকতর তদন্ত সাপেক্ষে এই ঘটনা সত্যতা উদঘাটন হবে বলে আমরা আশা করি।