স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ
জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে যশোরে রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন।
রোড মার্চ চলাকালে বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য দেন মাহামুদুল হক সোহান (ব্যবসায়ী),আসমা ইসলাম (শিক্ষিকা),সুমাইয়া শিকদার ইলা (নারী প্রতিনিধি),উম্মে সাদিয়া (নারী প্রতিনিধি),রাহুল (ছাত্র প্রতিনিধি),তামিম (ছাত্র প্রতিনিধি),টিটো (ব্যবসায়ী),আমির হামজা (ছাত্র প্রতিনিধি) রিহাদ (ছাত্র প্রতিনিধি),নাইমুল ইসলাম (ছাত্র) সাঈফ (ছাত্র),হাবিব আহমেদ শান (ছাত্র প্রতিনিধি),সোহানুর রহমান (জন প্রতিনিধি)।
বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নির্মম সত্য উন্মোচন করেছে। চোদ্দোশো শহীদ, নির্যাতিত জনগণ, দমন–পীড়নের ভয়াবহ বাস্তবতার মাঝেও আমরা দেখেছি এক অবিশ্বাস্য ঘটনা ওসমান হাদি হত্যার বিচার হয়নি, জুলাই হত্যাকারীদের বিচার হয়নি—তবুও ভোটের আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ক্ষমতাসীনরা জনগণের রক্তের বিনিময়ে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু শক্তি, ভোট ও ন্যায়বিচার—সবসময় একসঙ্গে চলে না। এই বিচারহীনতার প্রতিবাদেই আজ যশোরে যশোর মনিহার থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে (ঝিকরগাছা–ছুটিপুর রোড) এই রোড মার্চে অংশ নেন যশোরের সচেতন ও সংগ্রামী তরুণ সমাজ।
