রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি খাস জমি দখল ও খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডিমলার নির্দেশনায় শনিবার (০৩ জানুয়ারি) নাউতারা ইউনিয়ন পরিষদের পাশের মাঠ সংলগ্ন খালের ওপর স্থায়ী অবকাঠামো নির্মাণের সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পরিদর্শন করে খালের ওপর সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণরত অবস্থায় একটি স্থাপনা চিহ্নিত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তার সার্বিক অবস্থা বিবেচনায় এনে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,
“সরকারি খাস জমি ও প্রাকৃতিক জলাধার রক্ষায় কোনো ধরনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ বরদাশত করা হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খাল ও সরকারি জমি দখলমুক্ত রাখতে এমন অভিযান আরও জোরদার করা জরুরি।
উপজেলা প্রশাসন ডিমলা সূত্রে জানা গেছে, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
