নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দূর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারামারী সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬৩/১-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩১ বিজিবি।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল পৌনে ১০টার দিকে এ মাদক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদক ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের বলে জানান ৩১ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান।
জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
