নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক চার কেজি একশো গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত মাদক কারবারী মো. আবুল কাসেম (৫৩)। তিনি জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।
এরআগে গতকাল (সোমবার) রাত ৯টার দিকে কেন্দুয়ার হাঁসকান্দা গ্রামে আটককৃত মাদক কারবারীর নিজ বাড়ির দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বসত ঘরের উত্তর পাশের কক্ষ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয়ের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তাদের একটি রেইডিং টিম মাদক কারবারীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় একটি সাদা রংয়ের প্লাষ্টিক ব্যাগের ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো চার কেজি গাঁজা এবং অপর একটি পলিথিনে মোড়ানো আরও একশো গ্রামসহ মোট চার কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করে।
আরো জানা যায়, আটককৃত মাদক কারবারী মো. আবুল কাসেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
