মাহমুদুল হাসান মান্না ,মদন,প্রতিনিধি:
নেত্রকোনা আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আজ ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে তিনি নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
দীর্ঘদিন পর লুৎফুজ্জামান বাবরকে জনসম্মুখে দেখে আদালত চত্বর ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় জমান তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫। আসন: নেত্রকোনা-৪।
উপস্থিতি: লুৎফুজ্জামান বাবর নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। সার্বিক পরিস্থিতি: ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কার্যালয়ে পৌঁছান এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেন। মনোনয়নপত্র দাখিল শেষে লুৎফুজ্জামান বাবরের আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ সংবাদমাধ্যমকে জানান, এলাকার মানুষের দাবির মুখে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আইনি কোনো বাধা ছাড়াই তিনি এই নির্বাচনে অংশ নিতে পারবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রটি গ্রহণ করে জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রার্থীর বৈধতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
