রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতা ও নির্বাচনী জোটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য মোঃ সাইদুজ্জামান বাবু।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের একজন সহযোদ্ধা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এনসিপির কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে কাজ করে আসছেন। ফ্যাসিবাদের কবর রচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সংসদ নির্বাচনের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিনি এনসিপির মনোনয়ন ফর্ম ক্রয় করেছিলেন বলেও জানান।
তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বিশেষ করে শহীদ শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ড, বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের অসহায়ত্ব এবং শেল্টারদাতা হিসেবে প্রতিবেশী আধিপত্যবাদী শক্তির সংশ্লিষ্টতার অভিযোগের কথা তুলে ধরে তিনি বলেন, এসব বাস্তবতায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ শর্তসাপেক্ষে জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা ও জোটের যে সিদ্ধান্ত নিয়েছে, তিনি তার সঙ্গে একমত পোষণ করছেন।
ফেসবুক পোস্টে সাইদুজ্জামান বাবু আরও লেখেন, এনসিপির কেন্দ্রীয় দায়িত্বশীল নাহিদ ইসলাম ও আখতার হোসেনের এই সিদ্ধান্তকে তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং এনসিপি–জামায়াত জোটকে সংসদে পৌঁছাতে তাঁর সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
তিনি জানান, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে জোটের প্রার্থী হিসেবে আব্দুস সাত্তার মনোনীত হওয়ায় তিনি ও তাঁর সহযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে যথাযথ সহযোগিতা করবেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “এ দেশে চিরকালের জন্য ফ্যাসিবাদের কবর রচনা করতে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে সর্বোচ্চ কাজ করবো—ইনশাআল্লাহ।”
