রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে বরিশাল নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন তারা। এতে বরিশাল- ঢাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এখনো পর্যন্ত( বিকাল সাড়ে ৫টা) মহাসড়কটি তাদের দখলে। এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ‘লীগ ধর, জেলে ভর’ ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আপোশ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’সহ নানা স্লোগান দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন,” হাদি বাংলার সাধারণের মাঝে অনন্য সাধারণ। হাদী হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের অবরোধ শুধু আজকের জন্য না, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। দ্রুত বিচার নিশ্চিতকরণের জন্য যতদূর যাওয়া দরকার ততদূর যেতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ ও বরিশালবাসী প্রস্তুত ইনশাআল্লাহ।”
আন্দোলনে অংশগ্রহণকারী মহসিন উদ্দিন বলেন, “শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা আজকে এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি অনতিবিলম্বে হত্যাকারী ও হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া অব্দি আমাদের এই লড়াই চলবেই।”
