নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নলিনী কান্ত সরকার, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, মোহনগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনামুল হক বাচ্ছু, খালিয়াজুরী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা যুব ইউনিয়নের সভাপতি জয় কুমার পুলকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জলি তালুকদার একজন ত্যাগী ও সংগ্রামী রাজনৈতিক কর্মী। সাধারণ মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচনী মাঠেও তিনি জনগণের পক্ষে শক্ত অবস্থান নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
