গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা ও কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ-এর উদ্যোগে ফ্রেন্ডশিপ পরিচালিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টারে এই পুনর্মিলনী আয়োজন করা হয়।
এতে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরাঞ্চলে অবস্থিত ফ্রেন্ডশিপ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী ১২৪ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুনর্মিলনী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালিটি ফ্রেন্ডশিপ সেন্টারের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন এবং ফ্রেন্ডশিপের শিক্ষাক্রম তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে তা তুলে ধরেন।
অনেকেই জানান, দুর্গম চরাঞ্চলে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ না থাকলেও ফ্রেন্ডশিপ বিদ্যালয় তাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হেড অব এডুকেশন প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর অব. ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রসুল , ডেপুটি ডিরেক্টর রেজা আহমেদ ,এডুকেশন প্রোগ্রামের টিম লিডার নেয়ামতউল্যাহ তাসনিম , অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অলিভ হোসাইন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল ইসলাম ।
উদ্বোধনী বক্তব্যে ফ্রেন্ডশিপ এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর রেজা আহমেদ বলেন, শুধু পাঠ্যশিক্ষা নয়—নৈতিকতা, নেতৃত্ব, জীবনদক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যেই ফ্রেন্ডশিপ কাজ করে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, স্মৃতিচারণ এবং পারস্পরিক যোগাযোগ জোরদারের বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাক্তন শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও দলীয় পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন। সাংস্কৃতিক পরিবেশনাগুলোতে চরাঞ্চলের জীবন, শিক্ষা ও সংগ্রামের গল্প ফুটে ওঠে, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
