নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) এবং প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এ কেন্দ্রে মোট ৬১৯ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ৫৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত এমন তথ্য পাওয়া যায়নি।
উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪২ জন ছাত্র ও ৩২০ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
কেন্দ্র সচিব ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।
উল্লেখ্য, ১৮৩২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়টি এবছরও জুনিয়র বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করছে।
