সুনামগঞ্জ প্রতিনিধি:
আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর (শনিবার) সুনামগঞ্জ পৌর শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে বেলা ১১.৩০টায় এই শিক্ষা বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র শিক্ষাবৃত্তির পরিচালক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর মাহফুজুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিপ্লব সরকার, আবাবিল নুরানী শিশু একাডেমির প্রধান শিক্ষক মাওলানা নূর হোসেন, প্রভাষক আবু সাঈদ, শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক রোমেনা  ইয়াসমিন। উল্লেখ্য, জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
