রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে দলীয় মনোনয়নের দাবিতে আজ রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ডোমার–ডিমলাবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ডোমার–ডিমলা আসনে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। সে কারণেই আসন্ন রাজনৈতিক বাস্তবতায় তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জোরালোভাবে উঠেছে।
নেতাকর্মীরা জানান, আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি ডোমার–ডিমলার জনমত ও তৃণমূলের প্রত্যাশা তুলে ধরা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা
“২, ৩ মানি না—১ ছাড়া বুঝি না”,
“তারেক রহমান জিন্দাবাদ” ও
“খালেদা জিয়া জিন্দাবাদ”
সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত তাদের দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
