স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা অগ্নি সংযোগকারী মব সন্ত্রাসীদের বিচার এবং ওসমান হাদি, দিপু, আয়শার প্রকৃত খুনিদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ( ২২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সানোয়ার আলম খান দুলু-এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক সংগঠন সমুহের আহ্বায়ক সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সাংস্কৃতিক সংগঠন সমুহের পক্ষে এ্যাড মাহমুদ হাসান বুলু, ছাত্র নেতা রাশেদ খান, ইমরান খান। কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন, সরকার যেমন হোক যে নামে হোক জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া তার কর্তব্য। অন্তবর্তীকালীন সরকার প্রধান ২ বছর, ৫ বছর, এমন কি ৫০ বছর ক্ষমতায় থাকার আকাঙ্খা প্রকাশ করেছেন। দেড় বছরেই আমাদের নাভিঃশ্বাস উঠেছে।
প্রতিদিন মানুষ মরছে। ধর্মের নামে, নির্বাচনের ডামাডোলে রাতের আঁধারে। প্রকাশ্য ঘোষণা দিয়ে সাংস্কৃতিক সংগঠনের অফিস, পত্রিকা অফিস পুড়ায়ে দিচ্ছে উগ্র মৌলবাদীরা। বন্দর বিদেশীদের হাতে তুলে দিয়েছে। দেশের বা জনগণের নিরাপত্তা ইউনুস সরকার দিতে ব্যার্থ। দেশ ও আমরা আজ বড় বিপদের মুখে।
বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন। যারা বাংলাদেশে বিশ্বাসী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী – তাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। উগ্র মৌলবাদী বাংলাদেশ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে উৎখাত করতে হবে। খুনি মৌলবাদের পাহারাদার ইউনুস সরকার কে পদত্যাগ করতে হবে। সমাবেশ শেষে শত শত মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে এবং মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
