নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়া আইনে জব্দ করা একটি ষাঁড় প্রকাশ্যে নিলামের মাধ্যমে প্রায় ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দুয়া থানা প্রাঙ্গণে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এরআগে গত ১৮ ডিসেম্বর উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ১১ ধারায় ষাঁড়ের লড়াইয়ের অভিযোগে এই ষাঁড় গরুটি জব্দ করা হয়। একই সঙ্গে ষাঁড়ের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ (সোমবার) জব্দকৃত সেই ষাঁড়টি পাঁচ সদস্যবিশিষ্ট নিলাম কমিটির তত্ত্বাবধানে প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামে মোট ছয়জন বিডার অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ২৫ শতাংশ ট্যাক্সসহ মোট ৯১ হাজার ৮৭৫ টাকা দিয়ে ষাঁড়টি ক্রয় করেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিলেন কেন্দুয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল শেখ।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আল শাফি এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশাসন সূত্র জানায়, জুয়া ও পশু নির্যাতন রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
