নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যুদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় তার পরিবারের সবারের সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখা।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় নেত্রকোনা জেলা জামায়াতের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনায় ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. ইউসুফ, জেলা তারবিয়াহ বিভাগের টিম সদস্য মো. আতাউর রহমান, সাংবাদিক আবুল কালাম, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. শাহ পরাণ মিজান, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আলী উসমান আনসারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া পূর্ব অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের অগ্রসেনানী। তার রেখে যাওয়া স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন তিনি দেখতেন সে স্বপ্ন থেমে যাবেনা। ওসমান হাদি আমাদের সেই পথই দেখিয়ে গিয়েছেন। কারো হুমকি-ধমকি ভয় পাওয়া জায়েজই নাই। দেশপ্রেমিক জনতাকে নিয়ে আমরা আগামীদিনে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। আর কোন জালিমের হাতে এদেশকে ছেড়ে দেয়া হবে না।
