নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে নিহত শিশু আরফান (৩) এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ইউএনও মাসুদুর রহমান নিহত আরফানের বাড়িতে যান।
এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের আহবান জানান। শিশু আরফানের আকস্মিক মৃত্যুতে পরিবার যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা গভীরভাবে অনুধাবন করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরে ইউএনও মাসুদুর রহমান নিহত শিশুর কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরাও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সরাসরি এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কিছুটা হলেও মানসিক সান্ত্বনা পেয়েছেন। এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসার সাড়া ফেলেছে।
স্থানীয় প্রশাসনের এমন মানবিক ভূমিকা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রের উপস্থিতি আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন সচেতন মহল।
