নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি-০৪০২ এর আয়োজনে ২৭৩জন শিশুদের নিয়ে প্রাক-বড়দিন পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পুর্ব উৎরাইল কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।
অনুষ্ঠানে প্রাক বড়দিনের আলোচনা সভা, দেশের কল্যানে প্রার্থনা, বড় দিনের উপহার বিতরণ, কেক কাটা এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় পুরো কম্প্যাশন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।
আলোচনায় এলসিসি কমিটির সভাপতি রেভা স্টিফেন আশিষ রেমার সভাপতিত্বে শিক্ষক প্রতিমা ম্রং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক অনিন্দ্য ঘাগ্রা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা স্নেগ্ধন্দু বাউল, জিবিসি’র সভাপতি মি. সুবন্ত রাখো, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, ওয়াইডকব্লউসিএ এর সাধারণ সম্পাদক সাইমন এন্টনী সাংমা, প্রভুর বাক্য পাঠ করেন পাস্টার সমিরণ রেমা, আই.ই.ডি.এস মো. শামীম কবীর প্রমুখ।
আলোচনা সভা শেষে উৎসবের অংশ হিসেবে ২৭২জন শিশুদের মাঝে প্রাক-বড়দিনের উপহার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিশুদের মানুষিক বিকাশ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিতেই মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের এই ব্যতিক্রমী আয়োজন। পরে শিশুরা তাদের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বড়দিনের গান পরিবেশন করে।
