নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান বিন হাদীর হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ইসলামী ছাত্র ও যুব আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করে।
এতে প্রায় ৫০-৬০ জন নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া সরকারি জয়হরী স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনীত প্রার্থী এবং কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাকির হোসেন সুলতান।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া দিকদাইর মাদ্রাসার মুহতামিম শরিফুল ইসলাম জিহাদি, এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান কাদরী , ইসলামি ছাত্র শিবির কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কিরন হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংখ্যালঘু সম্পাদক মো. আমির হামজাসহ সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে শরীফ উসমান বিন হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বক্তারা আরও বলেন, জুলাই বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, এসব অন্যায় ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
