নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের কাউরাট শিমুলাটিয়া ব্যাপারীপাড়া এলাকায় অবৈধভাবে ষাঁড়ের লড়াই ও জুয়া আয়োজনের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে একটি ষাঁড় জব্দ করেছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কেন্দুয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল বৃহস্পতিবার ভোরে কাউরাট এলাকায় অবৈধ ষাঁড়ের লড়াই ও জুয়া অনুষ্ঠিত হওয়ার খবর পায় কেন্দুয়া থানা পুলিশ। তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ার পর বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সুমন মিয়া (৪২) নামে এক ব্যক্তির নিজ বাড়ি থেকে অবৈধ ষাঁড়ের লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় আটক করা হয়। তিনি কাউরাট শিমুলাটিয়া ব্যাপারীপাড়ার বাসিন্দা।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জণ দেবের নেতৃত্বে এ অভিযানে সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত থেকে সহকারি কশিনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক মো. সোহেল মিয়াকে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ষাঁড়টি জব্দ করা হয়।
জব্দকৃত ষাঁড়টি ডিজপোজাল/বিলিবন্দেজ প্রক্রিয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় দেওয়ার লক্ষ্যে বর্তমানে কেন্দুয়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রকাশ্য স্থানে পশু ব্যবহার করে লড়াই ও জুয়ার আয়োজন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কেন্দুয়া থানা এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
