নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে আরফান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরফান একই গ্রামের মাসুদ রানা ও লিপি আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরফান নিজ বাড়িতে খেলাধুলা করতেছিল। এ সময় তার মা লিপি আক্তার রান্নার কাজে বাড়ির ব্যস্ত ছিলেন। খেলার কোন এক সময়ে শিশুটি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত গুমাই নদীতে পড়ে যায়।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আরফানের মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে গুমাই নদীর পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরফানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরে তিনি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীসংলগ্ন এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
