ইবি প্রতিনিধি:
সম্মিলিত পেশাজীবী পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গঠিত হয়েছে।এতে আহ্বায়ক হিসেবে উপ-রেজিস্টার হাফিজুর রহমান ও সদস্য সচিব রবিউল ইসলাম বুড়ো মনোনীত হয়েছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে আহ্বায়ক ও রবিউল ইসরামকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম। এ সময় সভায় উপস্থিত থেকে স্বাক্ষর করেন ড. ওয়ালিউর রহমান, আনার পাশা, গোলাম মতলা, হাফিজুর রহমান, মীর সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
