নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার আটপাড়া উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল আলম, থানার অফিসার ইনচার্জ ওসি মো. জুবায়দুল আলম, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিজয় দিবসের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহব্বান জানানো হয়।
