ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ছুম্মা খাতুন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ফার্মেসি বিভাগের টেকনিক্যাল অ্যাসিসটেন্ট অশোক চন্দ্রসহ নবীন-প্রবীণ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন,“অনুষ্ঠানটি সফল করতে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছি। প্রতি বছরই আমরা নবীন-প্রবীণ মিলনমেলা আয়োজনের মাধ্যমে একতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের শিক্ষার্থীরা যেন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দেয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।আমাদের সংগঠন নিয়মিত সাংস্কৃতিক, খেলাধুলা ও ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে থাকে। মেহেরপুরের শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের উন্নয়নে কাজ করা।”
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “মেহেরপুরের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মেহেরপুরকে নিজেদের করে এগিয়ে নিতে হবে। প্রতিটি উপজেলায় সাব-কমিটি গঠন করে কাজ করা যেতে পারে। পাশাপাশি গবেষণা, বিসিএস ও ক্যারিয়ারভিত্তিক ক্লাস আয়োজন করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। মেহেরপুরের শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক। তারা নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখলে গবেষণা ও ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে।”
