গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর)-এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মো. বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে । মেহেদী হাসান সবুজ সরকার (৩৫), শহিদুল ইসলামের ছেলে মো.হুমায়ুন কবির (২৯), ও মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলে আপেল মাহমুদ (৩২),এদের সবার বাড়ি একই ইউনিয়নে বলে জানায় পুলিশ । অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ পুড়িয়া হেরোইন এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় ঘটনায় , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক)/৪১ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-০৯ গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, গোবিন্দগঞ্জকে মাদকমুক্ত করতেই আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment
