নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মো. নূরুল ইসলাম (এনায়েত) এর বিরুদ্ধে সেবার বিনিময়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি প্রতিষ্ঠানে বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও প্রাণিসম্পদ দপ্তরে গেলে চিকিৎসা ভেদে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেন তিনি- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (৮ ডিসেম্বর) অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম এনায়েত বলেন, ‘সরকারি সেবার ক্ষেত্রে টাকা নেওয়া আমার ভুল হয়েছে। বিষয়টি বুঝতে পেরে ছাগলের মালিকের আড়াইশো টাকা ফেরত দিয়েছি। আমার চাকরির সময় খুব বেশি নেই, বিষয়টি বড় করে দেখার দরকার নেই। এরকম আর হবে না।’
এরআগে গত রবিবার (৭ ডিসেম্বর) কেন্দুয়া প্রাণিসম্পদ দপ্তরে চিকিৎসার জন্য ছাগল নিয়ে হাসপাতালে আসা রিয়াজ মিয়া বলেন, ‘আমি ছাগল নিয়ে চিকিৎসা করাতে গেলে এনায়েত সাহেব আড়াইশো টাকা দাবি করেন। টাকা না দিলে চিকিৎসা করবেন না জানান। পরে বাধ্য হয়ে টাকা দেই। সাধারণ মানুষের সঙ্গে এমন হলে আমরা যাব কোথায়?’
মো. গোলাপ মিয়াও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমার কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘এর আগেও তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে। তবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
