নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা ও পৌরসভার ইমাম, খতিব এবং উলামা মশায়েখ গনের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর ও পৌরসভার ইমাম, উলামা মশায়েখগন এই মতবিনিময় সভার আয়োজন করে।
নোয়াবন্ধ আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ও হাফেজ মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি, নেত্রকোনা-২ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মতিন, মুফতি আব্দুল বারী, মাওলানা আবু সায়েম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তাসনীম আলম, মুফতি ইলিয়াস, মুফতি হারুন অর রশিদ, হাফেজ মামুনুল হক, মাওলানা আবুল ফাত্তাহ মোহাম্মদ মহিউদ্দিন, মুফতি আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল ওয়াহাব ও মুফতি আবু হানিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক বলেন, জনগণের রায়ে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে তাহলে ওলামা মশায়েখদের যথাযথ মর্যাদা ও ইমাম মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হবে।
সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
