নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. রিফাতুল ইসলাম। বুধবার (৪ ডিসেম্বর) তাঁর যোগদানকে স্বাগত জানাতে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে কেন্দুয়ার উন্নয়ন, জনসেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।
নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন্দুয়ার মানুষের সঙ্গে মিলেমিশে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কাজ এগিয়ে নিতে চাই। উন্নয়ন ও জনসেবার প্রতিটি কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইউএনওর কাছে তাঁদের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাব্য করণীয় বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা নতুন ইউএনওর সঙ্গে পরিচয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে।
