দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে আমেনিয়া আরাবিয়া রশিদিয়ায় এ আয়োজন করেন মাদ্রাসাটির পরিচালক ও কাকৈরগড়া ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ফরহাদ হোসাইন। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাদ্রাসার পরিচালক মুফতি ফরহাদ হোসাইন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার দ্রুত সুস্থতার কামনায় আমি কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।
