নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- পৌর শহরের দেওথান এলাকার মো. আবুল বাশার (৫০), টেংগাপাড়া এলাকার মো. আল আমিন (২৬) ও মো. কাঞ্চন (২৫)। তাদের মধ্যে আবুল বাশারকে ৬ মাসের কারাদণ্ড, আল আমিনকে ৩ মাসের ও কাঞ্চনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে তিন সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৎস্য ভবনের পেছন থেকে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
