নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালৈদা জিয়ার রোগ মুক্তি ও নেক হায়াত কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর জেলা যুবদলের আয়োজনে নেত্রকোনা পৌরশহরে চকপাড়ায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেভাবে ওঠানামা করছে, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের এই ক্রান্তি লগ্নে দেশের হাল ধরতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলে সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা মীর ইসতিয়াক আহমেদ মিঠু, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইনসান, পৌর যুবদলের সৈয়দ ইফতিয়াজ অন্তরসহ আরো অনেকে।

