রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
ডিমলায় শিক্ষার্থী আল আমিনকে হামলার ঘটনায় ৪ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে গ্রেফতার না করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগ চরমে উঠেছে। গতকাল (৩০ ডিসেম্বর) “মার্চ টু ডিমলা থানা” মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ঘটনাস্থলে এসে দ্রুত সব আসামিকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো গ্রেফতার হয়েছে কেবল সহযোগী মো. রাব্বী ইসলাম। মূল অভিযুক্ত এখনো অধরা।
ঘটনার পর থেকেই ডিমলা-জুড়ে টান টান উত্তেজনা। স্থানীয়রা বলছেন, আশ্বাস শুনে তারা ঘরে ফিরেছিলেন, কিন্তু ২৪ ঘণ্টা পরও প্রধান আসামির গ্রেফতার না হওয়ায় তাদের আশা রূপ নিয়েছে হতাশায়।
এক ক্ষুব্ধ শিক্ষার্থী বলেন,“আমরা রাস্তায় দাঁড়িয়েছি ন্যায়বিচারের জন্য, কিন্তু প্রধান আসামি এখনো বাইরে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ছাত্রসমাজ চুপ করে থাকবে না আবারো রাজপথে নামতে বাধ্য হবে।”
একজন অভিভাবক চোখের পানি ধরে রেখে বলেন,
“আমরা তো প্রশাসনের আশ্বাসে বিশ্বাস করেছিলাম। যদি এভাবে প্রধান আসামিরা ঘুরে বেড়ায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কোন নিরাপত্তায় স্কুলে যাবে?”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক কর্মী বলেন,
“প্রশাসন কথা দিয়েছে—সব আসামি ধরবে। কিন্তু প্রতিশ্রুতির ২৪ ঘণ্টা পরও যদি প্রধান আসামিকে খুঁজে না পাওয়া যায়, তাহলে জনগণের আস্থা কোথায় থাকবে?”
ছাত্র প্রতিনিরা বলছেন, প্রধান আসামিকে গ্রেফতার করা সময়ের ব্যাপার নয়, বরং ইচ্ছার ব্যাপার। তাদের অভিযোগ—“চোখের সামনে থাকা অপরাধীরা যদি ধরা না পড়ে, তাহলে অভিযানের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।”
আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ডিমলায় কিশোর গ্যাং–সংস্কৃতি দিন দিন ভয়াবহ হচ্ছে। আজকে আলামিন, কালকে আরেকজন। এসব থামাতে দৃঢ় পদক্ষেপ ছাড়া উপায় নেই।”
পরিবারের সদস্যরা আরও দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।তাঁরা আরো বলেন,এখনো প্রধান আসামির বিচার দেখতে পাচ্ছি না। এটা হৃদয়বিদারক।”
পুলিশ দাবি করেছে—প্রধান আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। তবে এলাকাবাসীর প্রশ্ন—
“দৃশ্যমান অগ্রগতি কোথায়? প্রতিশ্রুতির একদিন পেরিয়ে গেলেও প্রধান আসামির কোন খোঁজ নেই কেন?”
ডিমলায় এখন একটাই গুঞ্জন—প্রতিশ্রুতির বাস্তবায়ন কি সত্যিই হবে, নাকি প্রধান আসামির গ্রেফতার আরও বিলম্বিত হবে?
