মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টানা ৪র্থ দিনের মতো কর্মবিরতিতে আছেন মোহনগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় গত ২৭শে অক্টোবর থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন।
সোমবার (১ ডিসেম্বর) বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেও তারা কোন প্রকার পাঠদান বা অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
ছাত্র-ছাত্রীরা ক্লাস না হওয়ায় স্কুলে এসে খেলাধূলা ও গল্পগুজব করে সময় পার করছে। উপজেলার সকল স্কুলে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) একসাথে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছেন উপজেলা শিক্ষা অধিদফতর। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এক উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে।
কাজিয়াটি পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান আলম বিপ্লব জানান, আজকের মধ্যে দাবি মানা না হলে হয়তো পরীক্ষা বর্জনের মত কর্মসূচিও আসতে পারে আগামী দিন গুলোতে।
