প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটিতে তরুণ /নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ) উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু মোঃ ইফাদ ইশতিয়াক, ভেটেরিনারি সার্জন
ডাঃ সুব্রত সিকদার, ভলান্টিয়ার অফ নলছিটির আহবায়ক শাহাদাৎ আলম ফকির,প্রাণের টানে রক্তদানের সভাপতি মোঃ মিল্লাত হোসেন, সমাজসেবক আক্তার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের দুগ্ধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন জরুরি। টেকসই উন্নয়নের জন্য খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা কার্যক্রম, উন্নত জাতের পশুপাখি সংরক্ষণ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় প্রাণীসম্পদ বিষয়ক সরকারি সেবাগুলো সহজলভ্য করা, ক্ষুদ্র খামারিদের উন্নত প্রশিক্ষণ প্রদান এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। কর্মকর্তারা এসব সমস্যা সমাধান ও খামারিদের সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন।
সভাটি প্রাণী সম্পদের সার্বিক উন্নয়নে নতুন দিক নির্দেশনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
