টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতীমখানায় আজ ৩০ নভেম্বর রবিবার মাগরিবের নামাজের পর বিএনপি’র কার্যালয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছে এতীম শিশু ও বিএনপি’র নেতৃবৃন্দ।
স্থানীয় এতীমখানার বাচ্চারা কোরআন খতম দেয়ার পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামানায় মহান আল্লাহ্ দরবারে দোয়া প্রার্থনা করে সকলে। এসময় এতীমখানার নিষ্পাপ শিশুদের সাথে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
