ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় তিন মাসব্যাপী ‘প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণটি প্রোগ্রেস থ্রু ইনোভেশন (PI) সোসাইটির বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রের ড. মোতাসিম বিল্লাহর সহযোগিতায় আয়োজন করা হয়।
প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির (PI) প্রকল্পের নির্বাহী পরিচালক কামরুজ্জামানে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. খোরশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক গোলাম আকতার মঈন ও মিজানুর রহমান। আইসিটি প্রশিক্ষণ প্রদান করেন ডিজিটাল কম্পিউটার একাডেমির পরিচালক ফরিদ আহমেদ। প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১১ জন পুরুষ প্রশিক্ষনার্থীকে সনদ প্রদান করা হয়েছে।
তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে তারা অর্জন করেন Office Management, MS Office, Email Communication, Digital Documentation, Professional Etiquette, Business Communication এবং Functional English–এর বাস্তব দক্ষতা। বক্তারা বলেন— বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে তরুণদের সঠিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। PI–এর এই উদ্যোগ শুধু প্রশিক্ষণ নয়, বরং তরুণদের কর্মজীবনে প্রবেশের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। কোর্স–সফল অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র এবং নির্বাচিতদের হাতে রিসোর্স সাপোর্ট (যেমন—স্টেশনরি বা প্রয়োজনীয় সামগ্রী) তুলে দিলে তাদের শেখার পথ আরও সমৃদ্ধ হবে।
Progress through Innovation Society (PI) বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা প্রযুক্তিনির্ভর দক্ষতা, ইংরেজি যোগাযোগ, পেশাগত আচরণ ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। PI বিশ্বাস করে—“দক্ষতা, সুযোগ ও আত্মবিশ্বাস—এই তিনের সমন্বয়ে প্রতিটি তরুণই তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।” সংগঠনটি Essential Office Skills Traning প্রকল্পের পাশাপাশি সারাদেশে আরও বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগ পরিচালনা করছে—যেমন অফিস দক্ষতা উন্নয়ন কোর্স, কম্পিউটার সাক্ষরতা কার্যক্রম, বই পড়া প্রতিযোগিতা, সড়ক সচেতনতা ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেতৃত্ব ও আত্মোন্নয়নমূলক কার্যক্রম।
অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন— Essential Office Skills Training তরুণ–তরুণীদের শুধু কর্মসংস্থানের পথে এগিয়ে নেবে না, বরং কর্মক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসও বহুগুণ বাড়িয়ে দেবে। এই উদ্যোগ ভবিষ্যতে চরফ্যাশনের আরও অনেক তরুণের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
