নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জ পৌর যুবদলের ১নং যুগ্ম-আহব্বায়ক জামাল মিয়া (৪২) এবং তার দুই সহযোগী সহোদর ভাই সোহেল সিদ্দিক (৩৮) ও খালাতো ভাই রনি ( ৩৫)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মোহনগঞ্জে তার নির্বাচনি প্রচারণা সভায়, মাদকের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি প্রদানের পরপরই মোহনগঞ্জ সর্বমহলে মাদকের বিরুদ্ধে প্রচারণা, অবস্থান কর্মসূচি, উঠান বৈঠক ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি।
এরই প্রেক্ষিতে মোহনগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন মাদকের স্পটে অভিযান শুরু করে। অভিযান পরিচালনা কালে গত বুধবার পাঁচশো গ্রাম গাঁজাসহ ডাকবাংলো রোডের উরিয়াপট্টি হতে ওই তিনজন কারবারিকে আটক করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, আটককৃত আসামিগণ এলাকার চিহ্নিত মাদক কারবারি, তাদের নামে একাধিক মাদকসহ নানা অপকর্মের মামলা রয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
