ইবি প্রতিনিধি:
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পলিথিনমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের বটতলা থেকে এ কর্মসূচি শুরু হয়।
এসময় গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত, সাবেক শাখা সভাপতি এস. এম. সুইট, শাখা সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন ও মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ অর্ধশতাধিক সদস্য এতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে মেইন গেট, ক্রিকেট মাঠ, শাহ আজিজ হল, প্যারাডাইস রোড, জুলাই ৩৬ হল, ইবনে সিনা বিজ্ঞান ভবন এবং টিএসসি প্রধান ফটকে পরিচ্ছন্নতা অভিযান চালান তারা। এসময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, বিস্কুটের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে বস্তাবন্দি করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। সদস্যরা মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে এ কাজ করেন।
অংশগ্রহণকারী লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার বলেন, “আজকের এই অভিযানটা আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সাহায্য করছে। আমরা কোনো কিছু খেয়ে তার উচ্ছিষ্ট যেখানে- সেখানে ফেলি করি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সচেতন নই, পরিচ্ছন্নতার কাজটা কেউই করি না। সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবার মধ্যে বার্তাটা পৌঁছে দিতে চাই যেন আমরা নোংরা না করে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।”
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি চরিত্র, সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার একটি মহান পাঠশালা। আর সেই দায়িত্ববোধের অন্যতম প্রমাণ হলো আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, নিরাপদ এবং পরিবেশবান্ধব রাখা। আজকের এই উদ্যোগ আমাদের সেই দায়বদ্ধতার প্রতিফলন। আমরা চাই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিটি শিক্ষার্থী পরিবেশের রক্ষক হিসেবে দাঁড়াবে।”
শাখা উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন “পরিবেশের সবচেয়ে ক্ষতিকর প্রধান কারণ হলো এই পলিথিন। যেখানে-সেখানে এই পলিথিন ফেলে দেওয়া হয়। এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, মাটির যে স্বাভাবিকতা আছে সেটা নষ্ট করে দেয়। সবার মধ্যে এই সচেতনতাটা জাগিয়ে তুলতে হবে, যেন তারা পরিবেশের গুরুত্বটা বুঝতে পারে এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য নিজে থেকে কাজ করে।”
