নিজস্ব প্রতিবেদক: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করেন।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) সজল সরকার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।
সভাপতিত্ব করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার এবং সঞ্চালনায় ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে ছিল- স্টল পরিদর্শন, কৃষক সমাবেশ, দাপ্তরিক প্রতিবেদন উপস্থাপন, সফল খামারিদের সম্মাননা ও পুরস্কার বিতরণী। প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন খামারি ও উদ্যোক্তা প্রতিষ্ঠান।
উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম,কলমাকান্দা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ খামারি, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ।
