নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হাদিসা আক্তার (৫৫) ছয়জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন।
অভিযোগে বলা হয়, গত ২৩ নভেম্বর দুপুরে প্রতিবেশী বাবু মিয়াসহ ছয়জন এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হাদিসা আক্তারের বাড়িতে গিয়ে অকারণে তর্ক শুরু করেন। একপর্যায়ে টিনের বেড়া কুপিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি করা হয়। পরে ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে ট্যাংকে রাখা তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ আছে।
হাদিসা আক্তারের দাবি, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা রান্নাঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
অভিযুক্ত বাবু মিয়ার পিতা আব্দুস সাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেদিন আমি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় হাদিসার সঙ্গে রাস্তায় সামান্য কথা-কাটাকাটি হয়। কোনো মারামারি হয়নি। আমার ছেলে বাবুকে ঘটনাস্থলে দেখানোও সম্পূর্ণ মনগড়া।”
হাদিসা আক্তার বলেন, “আগে থেকেই আমাদের মধ্যে বিরোধ ছিল। আগের মামলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। এখন পরিবার নিয়ে ভয় পাচ্ছি।” এ ঘটনায় তিনি তিনজন সাক্ষীর নাম উল্লেখ করেছেন।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, “এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
