টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজারের শাজাহান মেম্বার ও নিত্য এর পাটের গুদামে ২৩ নভেম্বর রবিবার মাগরিবের পর আনুমানিক ৫.৩০ মিনিটের সময় আগুন লাগে। এ ঘটনার খবর পেয়ে পরদিন ২৪ নভেম্বর সোমবার সকালেই টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু নেতাকর্মীদের নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিকের সাথে কথা বলেন।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কে আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারে তবে, সরকারের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ ক্ষতি পূরন দেয়া সকল পদক্ষেপ গ্রহণ করবো। আমি শিল্পপতি হলে হয়তো এখনই আপনাকে আমার সাধ্য অনুযায়ী আপনার পাশে দাঁড়াতাম। গতকালের অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক ক্ষয়ক্ষতির হিসাব করে তা সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র নেতাদের বলেন। এ ঘটনার বিষয়ে ভাদ্রা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা বিদ্যুৎ এর সটসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে।
নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস ৫.৩৫ মিনিটের সময় ফোন পেয়ে ৬.১০ মিনিটের সময় ঘটনা স্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনা স্থলের কাছেই পাশের উপজেলা দৌলতপুর হওয়ায়, জনগণ দৌলতপুর ফায়ারসার্ভিসে ফোন দিলে তারাও দ্রুত ঘটনা স্থলে পৌঁছে নাগরপুর ফায়ারসার্ভিস কে আগুন নেভাতে সাহায্য করে। ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ারসার্ভিস জানায় আগুনের সুত্রপাতের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন সম্ভব হয়নি তবে তাদের উর্ধতন কর্মকর্তারা অনুসন্ধান করে এ বিষয়ে জানাতে পারবে বলে জানান। এছাড়াও নাগরপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। নাগরপুর ফায়ারসার্ভিস এর সদস্য আল মাসুদ এসব তথ্য জানান। আগুনে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নিত্য ও শাজাহান মেম্বার জানান, তাদের আনুমানিক ২০ লাখ টাকার পাট ছিলো। এখানে প্রায় ৪৫০ মন পাট ও ৩০-৪০ মন তিল ছিলো বলে জানায় ভুক্তভোগী।
