মোহনগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় সোহাগ চৌধুরী নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মো. শরিফ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরিটি একটি ধান খেত থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে মদন উপজেলার জয়পাশা এলাকায় আটপাড়া- মদন গামী পাকা রাস্তার ওপর থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শরীফ। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আটপাড়া উপজেলার বাউসা হাওরে এ ঘটনা ঘটে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফ মিয়া মোহনগঞ্জ উপজেলার ভাটি সুয়াইর (নয়াপাড়া) গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে।
আর ভুক্তভোগী সোহাগ চৌধুরী (৪৩) খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি চার সন্তানের জনক। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তিনি পরিবার চালাতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার সকালে তিনি মোহনগঞ্জের আদর্শনগর এলাকা থেকে যাত্রী নিয়ে মদন উপজেলায় যান। পরে রাত ৯টার দিকে আটপাড়ার বাউসা এলাকায় যাওয়ার জন্য সোহাগের মোটরসাইকেল ভাড়া করেন শরীফ। পথে বাউসা হাওরে রাত ১০টার দিকে পেছনে বসা শরীফ হঠাৎ ছুরি বের করে সোহাগের বুকে আঘাত করে।
এসময় সোহাগ মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় শরীফ। পরে এই পথে চলাচলকারী অন্য মোটরসাইকেল চালকরা সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহত সোহাগের স্ত্রী আজিদা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় হত্যা মামলা করেন।
পরে তদন্তে নেমে আজ সকালে শরীফকে ছিনতাই করা মোটরসাইকেলসহ গ্রেফতার করে আটপাড়া থানার পুলিশ। তার তথ্যে ঘটনাস্থলের পাশে একটি ধান খেত থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। পরে বিকেলে আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় শরীফ। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, শরীফকে গ্রেফতারের পর আজ বিকালে আদালতে পাঠানো হয়। হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
