রিয়াদ ইসলাম,জলঢাকা:
নীলফামারীর জলঢাকায় দুন্দীবাড়ী সাইডের পার এলাকায় নতুন মিনি পৌর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পার্কটি গত পহেলা জুন থেকে পৌরসভার এডিপির অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পার্কটিতে রয়েছে বসার ব্যবস্থা, আধুনিক লাইটিং, ছায়াময় সবুজায়ন এবং শিশু-বান্ধব খেলার জায়গা। স্থানীয়রা জানিয়েছেন, পার্কটি হবে তাদের নিয়মিত বিনোদনের জন্য নিরাপদ ও শান্ত পরিবেশ। পৌর সূত্রে জানা যায়, ভবিষ্যতে পার্কটিতে সিসি ক্যামেরা, অতিরিক্ত লাইট, নিরাপত্তা ব্যবস্থা এবং আরও কিছু নাগরিকসেবা যুক্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেছেন, নতু
